Poor's Care Fund Burunga (Youth)

Poor's Care Fund Burunga (Youth)



৩০ এপ্রিল ২০২১ ইং, শুক্রবার; বুরুঙ্গা ১ম খণ্ডে মোঃ মঞ্জুরুল ইসলাম বড়ভূইয়ার সভাপতিত্বে এলাকার অসহায়, নিরীহ, গরীব , বিপদগ্রস্ত মানুষের সহায়তার জন্য "Poor's Care Fund, Burunga (Youth)" নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করা হয়েছে।

        সভার সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম বড়ভূইয়ার পৌরহিত্যে এবং উপস্থিত সকলের সমর্থন অনুযায়ী সংগঠনটির কমিটি গঠন করা হয় । কমিটির গঠন নিম্নরূপ :- 

  • President: Kolim Ahmed
  • Vice President: Maruf Ahmed Barbhuiya
  • Secretary: Latifur Rahman Barbhuiya
  • Asst. Secretary: Monjurul Islam Barbhuiya

Members:

  1. Jamal Ahmed
  2. Dilwar Hussain Barbhuiya
  3. Abdul Kadir
  4. Dilwar Hussain
  5. Romij Uddin
  6. Koyes Ahmed
  7. Johirul Islam
  8. Meherul Islam

Poor's Care Fund, Burunga (Youth), সদ্য জন্ম লাভ করা একটি Non profitable organisation, মানে একটি অলাভজনক সংগঠন । এটি সমাজের অর্থনৈতিকভাবে একদম অনগ্রসর ব্যক্তি বা পরিবারবর্গের সাহয্যের উদ্দেশ্যে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন । প্রাথমিকভাবে এর কার্যসীমা কম হলেও অদূর ভবিষ্যতে এর কার্যপরিধি আরো দীর্ঘায়িত হবে । 

    এই সংগঠনের বিভিন্ন উদ্দেশ্যের মধ্যে কয়েকটি প্রধান উদ্দেশ্য হলো :

   ১. কোনো দুঃস্থ পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়লে, তাঁকে যথাসাধ্য সাহায্য প্রদান করা ।

   ২. প্রাকৃতিক বা মানবসৃষ্ট কোনো দূর্যোগের সময় অসহায় মানুষদের যেরকম সম্ভব সাহায্যের জন্য এগিয়ে যাওয়া ।

   ৩. হঠাৎ কেউ কোনো দূর্ঘটনাযর শিকার হলে তাঁকে যথাসাধ্য সাহায্য করা ।

   ৪. বিভিন্ন ধর্মীয় বা প্রধান উৎসবের সময় গরিব ব্যক্তি বা পরিবারদের সাহায্যার্থে উৎসবের কিট বিতরণ
 করা ।

   ৫. গরিব অসহায় ছাত্রদের শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য অর্থনৈতিক সাপোর্ট প্রদান করা ।

   ৬. সমাজের প্রাকৃতিক ভারসাম্যতা বজায় রাখতে বিভিন্ন কার্যক্রম সম্পাদন করা ।

   ৭. ইত্যাদি.........,


      বর্তমানে ঈদ উপলক্ষে অসহায়, গরীব দূঃখী মানুষদের খুশিকে পরিপূর্ণ করার জন্য ঈদ কিট বিতরণ করার উদ্দেশ্যে ফান্ড কালেকশন করা হচ্ছে । 
       এই মহৎ উদ্দেশ্যকে সফল করতে আপনাদের সাহায্যের একান্ত প্রয়োজন । তাই আপনাদের কাছে নিজের নিজের সাধ্য অনুযায়ী আমাদের উদদেশ্যকে সফল করতে দান করার অনুরোধ রইল ।

Phone pay/ Google pay : 7635899893

অফলাইন মাধ্যমে দান করতে যোগাযোগ করুন : 6001951697 / 7635899893 / 9401200242


এলাকার অসহায়, গরীব দূঃখী, বিপদগ্রস্ত মানুষের সহায়তার উদ্দেশ্যে, তাঁদের চোখের জল মুছে দিতে, এই স্বেচ্ছাসেবী সংগঠনের সমর্থনে দান, সুপরামর্শ, দোয়া ও আশির্বাদ দিয়ে সহায়তা করার জন্য সকলের কাছে বিনম্র অনুরোধ করা হলো ।




#poors care fund burunga
#support poor's care fund burunga
#poor's care fund 
Poors care fund burunga

2 Comments

Post a Comment

Previous Post Next Post