করোনার ভয়াবহ ঊর্ধ্বগামী গ্রাফ অব্যাহত হাইলাকান্দিতে এ নিয়ে রাজ্যের স্বাস্থ্য বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি সমীর কুমার সিনহার দ্বারস্থ হলেন হাইলাকান্দি বিধানসভার আসনের নব নির্বাচিত বিধায়ক জাকির হোসেন লস্কর । তিনি করোণা মোকাবেলায় আই সি ইউ ব্যাড এবং অক্সিজেন সিলেন্ডার পরিষেবার পর্যাপ্ত ব্যবস্থা করতে শুক্রবার এক স্মারক পত্র প্রদান করেন স্মারক পত্রে প্রয়োজনীয় চিকিৎসক বিভাগীয় প্যারামেডিকেল স্টাফ চিকিৎসক এর শূন্য পদ সহ ঔষধ এর সু ব্যাবস্থা গ্রহন করার দাবি জানান বিধায়ক জাকির হোসেন লস্কর।
Post a Comment